হোম > সারা দেশ > ঢাকা

বন্যার প্রভাবে বাজারে সবজির দাম চড়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিলেট ও হাওর অঞ্চলে বন্যার প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারে। অধিকাংশ সবজির দাম ঊর্ধ্বমুখী। এতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ক্রেতাদের। দুর্মূল্যের বাজারে সবজিও চলে যাচ্ছে নাগালের বাইরে। কারওয়ান বাজারে সবজির দাম কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও স্থানীয় বাজারে সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। 

আজ শুক্রবার দুপুরে কারওয়ান বাজার, খিলগাঁও বাজার ও ফকিরাপুল বাজার ঘুরে সরেজমিনে দেখা যায়, কারওয়ান বাজার থেকে স্থানীয় বাজারগুলোতে সবজিভেদে ১০ থেকে ১৫ টাকা বাড়তি নেওয়া হচ্ছে। কিছু সবজির ক্ষেত্রে এটি ২০ থেকে ২৫ টাকা। আরও দেখা যায়, দুই সপ্তাহের ব্যবধানে সবজিভেদে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। 

বাজার ঘুরে দেখা যায়, দুই সপ্তাহ আগে ২০ টাকা কেজি বিক্রি হওয়া ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৩০ টাকায়। স্থানীয় বাজারগুলোতে বিক্রি হচ্ছে ৫০ টাকা। প্রতি কেজি ৩০ টাকার চিচিঙ্গা এই সপ্তাহে কারওয়ান বাজারে ৪০ টাকা এবং স্থানীয় বাজারে ৫০ টাকা। ঈদের পর ৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া বরবটি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। দুই সপ্তাহ আগে পটলের দাম ছিল ২৫ টাকা কেজি। এখন এটি কারওয়ান বাজারে ৪০ টাকা এবং স্থানীয় বাজারে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

করলার দাম অপরিবর্তিত রয়েছে। দুই সপ্তাহ আগে কারওয়ান বাজারে ৪০ টাকা কেজিতে বিক্রি হওয়া করলা স্থানীয় বাজারগুলোতে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০ টাকা কেজি টমেটোর দাম কারওয়ান বাজারে এখন ৫০ টাকা হলেও স্থানীয় বাজারগুলোতে টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। কিছুটা বেড়েছে লাউয়ের দামও। দুই সপ্তাহ আগে কারওয়ান বাজারে ৪০ টাকা পিস বিক্রি হওয়া লাউ এখন ১০ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্থানীয় বাজারগুলোতে লাউয়ের দাম প্রতি পিছ ৬০ থেকে ৭০ টাকা। 

রমজানের পর বেগুনের দাম কমে প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হলেও মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়ে এখন বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। স্থানীয় বাজারে বেগুনের দাম প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা। দুই সপ্তাহ আগেও মাত্র ২০ টাকা কেজি শসা এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা। মরিচের দাম অপরিবর্তিত রয়েছে। মরিচের কেজি কারওয়ান বাজারে ৭০ টাকা তবে স্থানীয় বাজারে মরিচ ৮০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁপের দাম কিছুটা কমে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

দুই সপ্তাহ আগে পেঁপের দাম ছিল ৮০ টাকা কেজি। তবে স্থানীয় বাজারে পেঁপে প্রতি কেজি ৬০ টাকা। গাজরের দাম কারওয়ান বাজারে ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ টাকা। বাজারে ফুলকপি ও বাঁধাকপি পাওয়া যাচ্ছে না। কারওয়ান বাজারে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া কাকড়ল স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এ ছাড়াও কুমড়া বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, লতি ৪০ টাকায়। 

সবজির দাম কেন এমন প্রশ্নে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা রবিউল আওয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেট অঞ্চলে বন্যা হইছে, হাওরে পানি উঠে অনেক সবজি নষ্ট হইছে। এই কারণে সবজির দাম বাড়তি। পর্যাপ্ত সবজি কিনতে পারতেছি না। অন্য সময় দোকানে সবজি ভরা থাকে, এখন দেখেন কি অবস্থা, সবজি নাই বললেই চলে।’ 

আরেক ব্যবসায়ী মো. মনির হোসেন সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে পরিবহন ব্যয় কথা বলছেন। তিনি বলেন, ‘তেলের দাম বাড়ছে, আরও অন্যান্য সবকিছুর দাম বাড়ার কারণে সবজি পরিবহন ব্যয় বাড়ছে। গাড়ি ভাড়া প্রায় ডাবল হয়ে গেছে। পরিবহনের এরাও সিন্ডিকেট করে রাখে। কমে আনার কোন সুযোগ নাই।’ 

প্রতি সপ্তাহের শুক্রবারে কারওয়ান বাজারে সপ্তাহের বাজার করতে আসেন মগবাজার এলাকার বাসিন্দা রুহুল আমিন কুদ্দুস। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাইরের সবজির ব্যয় বেড়ে গেছে। বাজারেও সবকিছুর দাম বাড়ছে। দুই সপ্তাহ আগেও সবজির দাম একটু কম ছিল। এখন আবার হু হু করে বাড়ছে। বাইরের আগুন এখন ঘরেও ঢুকে পড়ছে। সবকিছুর দাম বাড়ছে কিন্তু আমাদের বেতন তো বাড়ছে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়