হোম > সারা দেশ > ঢাকা

অগ্রণী ব্যাংকের সাবেক প্রধান নির্বাহীসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশ থেকে জাহাজ আমদানির নামে ব্যাংক থেকে নেওয়া ঋণের ৫২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক প্রধান নির্বাহীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার চার্জশিট অনুমোদন করে কমিশন। শিগগিরই চার্জশিটটি আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।

অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ আব্দুল হামিদ (বর্তমানে অবসরপ্রাপ্ত) ছাড়াও চার্জশিটভুক্ত অন্য আনামিরা হলেন বিভিন্ন ব্যাংক থেকে কয়ক শ কোটি টাকা নিয়ে বিদেশে পলাতক মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান শাহীন, অগ্রণী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক (বৈদেশিক বাণিজ্য বিভাগ) তাপস সরকার ও সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম (বর্তমানে অবসরপ্রাপ্ত)। 

অভিযোগপত্র থেকে জানা যায়, মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের নামে বিদেশ থেকে জাহাজ আমদানির জন্য মোহাম্মদ মিজানুর রহমান শাহীন অগ্রণী ব্যাংকের লালদীঘির পূর্বপাড় করপোরেট শাখা থেকে বৈদেশিক ও স্থানীয় এলসির বিপরীতে মোট ৫২ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার ১০৭ টাকা ঋণ নেন। 

ব্যাংকটির একই শাখা থেকে মিজানুর রহমানের ভাই মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির মালিক মজিবুর রহমান মিলন ব্যাংকের একই শাখা থেকে বিদেশ থেকে জাহাজ আমদানির জন্য ৯১ কোটি ৯২ লাখ ৮৪ হাজার ৩৯২ টাকা ঋণ নেন। 

 ২০১৮ সালের ২৪ মে অর্থ আত্মসাতের এই ঘটনায় মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমান শাহীন এবং তাঁর ভাই মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির মালিক মজিবুর রহমান মিলনের নামে মামলা করে দুদক। 

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাফর আহমেদ বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এসব মামলা করেন। 

 ২০১৯ সালে ১৪১ কোটি ১৩ লাখ ২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখার অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট নন্দ দুলাল ভট্টাচার্য এবং মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে সংস্থাটি। 

দুদক সূত্রে জানা যায়, জাহাজ আমদানির নামে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক শ কোটি টাকা ঋণ নিয়ে সপরিবারে দেশ ছাড়েন মিশম্যাক শিপের মালিক মোহাম্মদ মিজানুর রহমান শাহীন

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন