হোম > সারা দেশ > ঢাকা

দেশে দক্ষজন শক্তি তৈরিতে সাড়ে আট লাখ তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেকারত্ব ও দারিদ্রতা মোচনের উদ্দেশ্যে সরকার ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠন করতে সাড়ে আট লাখ তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে। সারা দেশের তরুণদের প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করতে ‘স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) ’ বাস্তবায়ন করা হচ্ছে। ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে ৩০ শতাংশ নারী, সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী, চর ও হাওরসহ দুর্গম এলাকার আদিবাসীসহ পিছিয়ে পরা জনগোষ্ঠীকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

আজ বুধবার ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মশালায় কয়েকজন প্রশিক্ষণার্থী স্কিল ফর ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামিং থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার বিষয় তুলে ধরা হয়। এর মাধ্যমে অন্য তরুণদের প্রশিক্ষণ গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

কর্মশালায় জানানো হয়, দেশে বর্তমানে ১৫ থেকে ৬৪ বছর বয়সী জনসংখ্যা ৬৬ শতাংশ। ২০৩০ সালে মধ্যে এ বয়সের জনসংখ্যা ৭০ শতাংশে উন্নীত হবে এবং পরবর্তীতে তা ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করবে। এ সুযোগ জাতীয় জীবনে বার বার আসে না। তাই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সদ্ব্যবহারে উপযুক্ত পরিকল্পনা প্রণয়ন করা জরুরি। বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন অর্থনীতি প্রবৃদ্ধির ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে চলেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও সম্পদশালী দেশে রূপান্তরের যে লক্ষ্য বর্তমান সরকার নির্ধারণ করেছে, তা অর্জন করতে হলে আমাদেরকে ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে আরও বেগবান করতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্বারা ত্বরান্বিত করতে দেশের বিপুলসংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠীকে জনসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এর গুরুত্ব বিবেচনায় নিয়ে সরকার নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছে। 

২০৩০ সালের মধ্যে সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। আশা করা যায়, এসব অর্থনৈতিক অঞ্চলে প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে-এসব প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী উপযোগী দক্ষ মানব সম্পদ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে দক্ষতা সম্পন্ন কর্মীরও ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষতা অর্জন করে বিদেশে গেলে উপযুক্ত কাজের পাশাপাশি ভালো বেতনেরও নিশ্চয়তা মিলে। এই প্রকল্পের মাধ্যমে দেশে বিভিন্ন সেক্টরে ৮ লক্ষ ৪০ হাজার দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে মধ্যে ৩০ শতাংশ নারী, সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, চর ও হাওর সহ দুর্গম এলাকার আদিবাসীসহ অনগ্রসর জনগোষ্ঠী (বেদে, সাপুড়ে, হিজড়া, সুইপার) প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ চলাকালে এসব জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ভাতার পাশাপাশি কমপক্ষে এক লক্ষ জনকে বিশেষ বৃত্তি দেওয়া হচ্ছে। সফলভাবে প্রশিক্ষণ করলে চাকরিতে সহযোগিতা করা হচ্ছে।

সরকারি খরচে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, ওয়েল্ডিং, ড্রাইভিং, বিউটিফিকেশন, গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন, ফ্রিজ-এসি মেরামত, প্লাম্বিং মেশন, গার্মেন্টস, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন সহ ১৪০টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া সুউচ্চ ম্যানেজার তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, বুটেক্স, বিটাকসহ কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার উচ্চমানের দক্ষতা সম্পন্ন জনশক্তি তৈরিতে কাজ করে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সচিব ও শিফের প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ সরোয়ার জাহান ভূঁইয়া বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে দক্ষ মানব শক্তির বিকল্প নেই। তাই সরকার এডিবি ও অন্যান্য সংস্থার সহযোগিতায় ফান্ড গঠন করে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে। এই প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় পুরুষের পাশাপাশি দেশের উল্লেখযোগ্য সংখ্যক নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী কে প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে সহায়তা করছে। দেশের তরুণদের এ সুযোগ গ্রহণ করার আহ্বান জানান তিনি। 

ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব উম্মে রেহানা। এ ছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা কর্মশালায় যোগদান করেন।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল