হোম > সারা দেশ > ঢাকা

জামান টাওয়ারে আগুন: ষষ্ঠতলার রেস্তোরাঁ থেকে সূত্রপাত

আজকের পত্রিকা ডেস্ক­

বুধবার আগুন নিয়ন্ত্রণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। ছবি: সংগৃহীত

রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারের ষষ্ঠতলায় থাকা রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনটিতে ফায়ার সেফটি থাকলেও সেগুলো প্রতিটি সঠিকভাবে কাজ করেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ বুধবার সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। তিনি বলেন, জামান টাওয়ারে লাগা আগুনের সূত্রপাত ভবনটির ছয়তলায় থাকা রেস্টুরেন্ট থেকে। ভবনটিতে ফায়ার সেফটি ছিল। তবে সেগুলোর প্রতিটি সঠিকভাবে কাজ করেনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘জামান টাওয়ারে সেন্ট্রাল এসি ছিল। পুরোটা কম্বাইন্ড গ্লাস দিয়ে ঢাকা। ভেন্টিলেশনে খুব সমস্যা ছিল। মূলত আগুন ছিল ছয়তলায়। ছয়তলা থেকে ইলেকট্রনিক ডার্ক প্যান দিয়ে আগুন ওপরে যায় এবং ছড়িয়ে পড়ে। আগুনের মাত্রা ওপরে কম ছিল, তবে ধোঁয়া ছিল প্রচুর।’

ছালেহ উদ্দিন আরও বলেন, ‘ভেন্টিলেশনের সমস্যার কারণে ৭, ৮, ৯ ও ১০ তলার মধ্যে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। বৈদ্যুতিক ডার্ক লাইন ও সিঁড়িতেও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এর পরেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করেছেন। বাইরে থেকে টিটিএল দিয়ে পানি দেওয়া হয়। এরপর ভবনের ভেতরে ঢুকে পানি দিয়ে অগুন নেভানো হয়েছে।’

এর আগে বুধবার ভোর ৫টা ৩৪ মিনিটে পুরানা পল্টনে জামান টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ৯টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের চেষ্টায় সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা