জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে আগামীকাল রোববার থেকে ক্লাস শুরু হচ্ছে। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রোববার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ক্লাস যথারীতি চলবে।
এর আগে পচণ্ড দাবদাহের কারণে গত ২০ এপ্রিল পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচণ্ড দাবদাহের কারণে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাস বন্ধ থাকবে।