শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ৩ নম্বর ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে পাথরবোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। আজ শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে পাথরবোঝাই ট্রাকটি ঢাকা যাচ্ছিল। পাবনার কাজিরহাট থেকে শাহ আলী নামের ফেরিতে করে মানিকগঞ্জের আরিচার ৩ নম্বর ঘাটে ভেড়ে। পরে ফেরি থেকে নেমে ঘাটে উঠতে ব্যর্থ হয়ে পেছন দিক থেকে গড়িয়ে নদীতে পড়ে যায়। স্থানীয়রা ট্রাকচালক ও সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।