হোম > সারা দেশ > গাজীপুর

নামাজের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়াপাছর এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে বন্ধুরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল রোববার দিবাগত রাতে শবে বরাতের নামাজ পড়ার জন্য ডেকে নিয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে।  

পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত যুবকের নাম হোসেন আলী (২২)। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকার নূর নবীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১১টায় কুনিয়া তারগাছ মৎস্য খামারের পাশে রক্তাক্ত অবস্থায় হোসেন আলীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ‘রোববার রাত ১০টায় হোসেন আলীকে তার বন্ধুরা শবে বরাতের নামাজ পড়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাদের মধ্যে পাওনা টাকা আদায় করা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নিহতের গলায়, কানে ও পেটে ছুরির আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘৯৯৯ এ খবর পেয়ে পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল