Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

অলওয়েদার সড়কের সমস্যাগুলো সমাধান করা হবে: উপদেষ্টা ফাওজুল কবির খান

কিশোরগঞ্জ ও অষ্টগ্রাম প্রতিনিধি

অলওয়েদার সড়কের সমস্যাগুলো সমাধান করা হবে: উপদেষ্টা ফাওজুল কবির খান
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘অলওয়েদার সড়কটা হয়ে গেছে। এখন এটার ভালো-মন্দ নিয়ে আমরা বিতর্ক করব না। কিন্তু এটার ফলে যেসব অসুবিধার সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা সমাধানের চেষ্টা করব। কিশোরগঞ্জ ও সিলেটের সঙ্গে সংযোগের বিষয়টি আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখব। এখন থেকে আমরা ঢাকায় বসে কোনো পরিকল্পনা করব না। মানুষের সঙ্গে কথা বলে, মানুষ যেটা চায়, মানুষ যেটা প্রয়োজনবোধ করে আমরা সেটাই করব।’

আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে ইটনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বন্যা এখানে দীর্ঘায়িত হচ্ছে। এটার কারণ ড্রেজিং হচ্ছে না। নদীগুলোতে পলি জমছে। ড্রেজিংয়ের জন্য আমরা পানি সম্পদ সচিবের সঙ্গে কথা বলেছি পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা শুনেছেন। এটার ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে রাস্তার ফলে জমিতে বালি আসছে এবং আগাছা জন্মাচ্ছে। এটার জন্য কৃষি সচিবের সঙ্গে কথা হয়েছে। আমি কৃষি উপদেষ্টার সঙ্গে গিয়ে কথা বলব যে এটা কীভাবে সমাধান করা যায়।’

প্রস্তাবিত উড়াল সড়ক নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘উড়াল সড়ক বিষয়ে আমি বিস্তারিত অবগত না। সেতু বিভাগও আমার দায়িত্বের অন্তর্ভুক্ত। আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরবর্তীতে সিদ্ধান্ত নেব।’

আদানি গ্রুপের চুক্তি লঙ্ঘন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘শুধু আদানি গ্রুপ নয় আরও ৭টি গ্রুপের সঙ্গে অসম চুক্তি হয়েছে। এগুলো পরীক্ষা নিরীক্ষার আমরা একটা জাতীয় কমিটি গঠন করেছি। এ ব্যাপারে হাইকোর্ট থেকেও আমাদের একটা নির্দেশনা দেওয়া হয়েছে। ওই কমিটি চুক্তিগুলো যাচাই-বাছাই করে দেখছে। তাদের মতামতের ভিত্তিতে আমরা চুক্তিগুলো রাখব নাকি সংশোধন করব নাকি বাতিল করব সে ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

এর আগে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব ও উপদেষ্টার সহকারী একান্ত সচিব মাহিদ-আল-হাসান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন, মিঠামইন উপজেলার নির্বাহী কর্মকর্তা খান মো. আবদুল্লাহ আল মামুন, করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. দিলশাদ জাহান ও ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, কৃষক ও জেলে প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ইটনা যাওয়ার সময় হাওরের অলয়েদার সড়ক পরিদর্শন করেন।

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক