হোম > সারা দেশ > ঢাকা

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ছাত্রশিবিরের প্রদর্শনীর সময় বাড়ল

ঢাবি প্রতিনিধি

শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ফ্যাসিবাদবিরোধী আলোকচিত্রের প্রদর্শনী। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ফ্যাসিবাদবিরোধী আলোকচিত্রের প্রদর্শনী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ‘ফ্রেমে বন্দী ৩৬ জুলাই: অভ্যুত্থানের পূর্বাপর’ শিরোনামের ওই প্রদর্শনীতে দুই দিন (শনি ও রোববার) ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। এই অবস্থায় প্রদর্শনীর সময় আরও এক দিন বাড়ানো হয়েছে।

আজ রোববার জাতীয় জাদুঘরে গিয়ে শিশু-কিশোর, নারী, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী মানুষের ভিড় লক্ষ করা যায়। বেলা ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এ প্রদর্শনী। সেখানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবিরের বিভিন্ন শাখার নেতা-কর্মীদের উপস্থিতি রয়েছে।

প্রদর্শনীতে ৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন কথা, মন্তব্যকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের বিভিন্ন মন্তব্য; জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের নাম, ছবি; আন্দোলনে আহতদের ছবি, সংঘর্ষের চিত্র ও আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-ওলামা, রাজনৈতিক নেতাদের বিভিন্ন নির্যাতন-নিপীড়নের চিত্র তুলে ধরা হয়।

প্রদর্শনী ঘুরে দেখার সময় আজকের পত্রিকার সঙ্গে কথা হয় ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্বের সেক্রেটারি আসিফ আব্দুল্লাহর। আসিফ আব্দুল্লাহ বলেন, ছাত্রশিবিরের সম্পর্কে ফ্যাসিবাদী সরকার একটা জুজু তৈরি করেছে। এ প্রদর্শনীর মাধ্যমে সেটা ভেঙে গেছে। এখানে শুধু শিবিরের কর্মীরা আসছেন, এমন নয়; সব স্তরের মানুষ প্রদর্শনীতে আসছেন।

কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী সাফাত বলেন, প্রদর্শনীটি নিয়ে আসলে ছাত্রশিবিরের কাছে অনেক প্রত্যাশা ছিল; কারণ, তারা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের ক্ষোভের কারণে পাবলিকলি এ রকম কোনো আয়োজন করতে পারেনি। আসার পর প্রদর্শনী ঘুরে দেখে প্রত্যাশার অনেকটা পূরণ হয়েছে। তবে আয়োজনের চেয়ে জায়গা ছোট হয়েছে, আরও বড় জায়গার প্রয়োজন রয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য