কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকা-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমান ভোট বর্জন করেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টায় নবাবচর তাঁর নিজ বাসভবনের সামনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ঢাকা-২ আসনের বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। সকাল থেকে যখন ট্রাক প্রতীকের ভোটের পাল্লা ভারী হয়েছে, তখনই কারচুপি শুরু করে দিয়েছে। আমি সেই কারণেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছি।’