হোম > সারা দেশ > ঢাকা

রবীন্দ্র কাছারি বাড়ি পরিদর্শন করলেন সংস্কৃতি উপদেষ্টা আসিফ নজরুল 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জ শাহজাদপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আসিফ নজরুল রবীন্দ্র কাছারি বাড়ি পরিদর্শন করেছেন। সিরাজগঞ্জে রাষ্ট্রীয় সফরে এসে আজ শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তিনি রবীন্দ্র কাছারি বাড়িতে আসেন। 

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় সংবাদকর্মীদের কাছারি বাড়িতে প্রবেশে ও কোনো প্রকার ছবি তুলতে এবং ভিডিও ধারণ করতে বাধা দেন বলে জানা গেছে। 

বাংলাদেশ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, উপদেষ্টা ডা. আসিফ নজরুল আজ শুক্রবার সিরাজগঞ্জে ১৪টি স্থান পরিদর্শনে রাষ্ট্রীয় সফরে এসেছেন। 

দুপুরে শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে তিনি এলেও স্থানীয় কোনো গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেননি। সেখানে ঘণ্টাখানেক পরিদর্শন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গাড়িতে সিরাজগঞ্জের উদ্যেশ্যে রওনা দেন। 

রবীন্দ্র কাছারির বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আসিফ নজরুলের এটা রাষ্ট্রীয় সফর ছিল এবং তা আমাকে গতকাল রাতে উপজেলা প্রশাসন থেকে অবগত করা হয়। এ ব্যাপারে এর থেকে বেশি কিছু জানি না।’ 

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে গণমাধ্যমকর্মীদের কাছারি বাড়ির প্রাঙ্গণ থেকে বের করে দেয় যৌথবাহিনী। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামান সফরের বিষয়ে কোনো বক্তব্য দিয়ে রাজি হয়নি।

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

সেকশন