হোম > সারা দেশ > ঢাকা

৫৪ ধারায় গ্রেপ্তার সাবেক সচিব ইসমাইল হোসেন ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন। ছবি: সংগৃহীত

সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল হোসেনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে ইসমাইল হোসেনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে বিমানবন্দর থানা-পুলিশ।

তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। ইসমাইল হোসেনের পক্ষে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। আদালত শুনানি শেষে ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. শামসুজ্জামান দিপু।

এর আগে শুক্রবার রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। এরপর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, সাবেক এই সচিব যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। তিনি কেন বিদেশ যাচ্ছিলেন তা সন্দেহজনক। তাঁর বিরুদ্ধে দেশের কোনো থানায় কোনো মামলা আছে কি না, তা জানার জন্য, তাঁর বিদেশ গমনের উদ্দেশ্য কী তাও জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, সাবেক স্বৈরাচার সরকারের আমলে তিনি একজন প্রভাবশালী সচিব ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকলে পরবর্তীতে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।

উল্লেখ্য, ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

বিচার বিভাগের স্বাধীনতায় বাধা সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, হাইকোর্টে শিশির মনির

পিলখানা হত্যাকাণ্ড: কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন ৪১ বিডিআর জওয়ান

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দুদকের মামলা

‘১৬ বছর পর ছেলেকে বুকে টেনে নিয়ে খুব আনন্দ হচ্ছে’

২৬ জানুয়ারি গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ

ভবন ও ফ্ল্যাটসহ সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ

ছাত্রলীগ নেতা মশিউর ও ইকবাল গ্রেপ্তার

হত্যা মামলায় গোপালগঞ্জে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

রাতের আঁধারে নারায়ণগঞ্জ শহরের দেয়ালে ছাত্রলীগের পোস্টার, ছিঁড়ে ফেললেন শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ ৫৭ জনের নামে হত্যাচেষ্টার মামলা

সেকশন