হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে নদীতে নিখোঁজ বাবা-মেয়ের লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে নদীতে ডুবে যাওয়া বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ২৬ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকালে ধলেশ্বরী নদী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। গতকাল বুধবার ভোরে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে মেয়ের সঙ্গে বাবাও নদীতে নিখোঁজ হন।

মারা যাওয়া দুজন হলেন সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের মহিদুর রহমান (৫০) এবং তাঁর মেয়ে রাফা আক্তার (১১)। মহিদুর পেশায় ব্যবসায়ী, তাঁর মেয়ে রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।

সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইস্তিয়াক হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যা হয়ে যাওয়ায় তাদের উদ্ধার অভিযান আজ সকাল পর্যন্ত স্থগিত করা হয়। ঢাকা থেকে আরেকটি ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেওয়ার কথা ছিল। এর আগেই আজ সকাল ৯টার দিকে খবর আসে যে নিখোঁজ বাবা-মেয়ের লাশ নদীতে ভেসে উঠেছে। পরে তাদের উদ্ধার করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এর আগে গতকাল বুধবার সকাল ১০টা থেকে মানিকগঞ্জের আরিচা নদীবন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিসের আট সদস্যের একটি উদ্ধারকারী দল বাবা-মেয়ের লাশ খুঁজে পেতে ব্যর্থ হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রাহিরচর খেয়াঘাট এলাকায় মেয়ে রাফাকে প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার শেখাতে ধলেশ্বরী নদীতে নিয়ে যান মহিদুর রহমান। একপর্যায়ে বোতলের মুখ খুলে ভেতরে পানি ঢুকে রাফা পানিতে তলিয়ে যায়। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

সেকশন