ফরিদপুরের মধুখালীতে আজকের পত্রিকার সাংবাদিক (নিজস্ব প্রতিবেদক, ঢাকা) সৌগত বসুর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সৌগত বসুর বাবা শ্যামলেন্দু বসু, মা কাকলী বসু ও প্রতিবেশী এক মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামে সৌগত বসুর বাড়িতে সশস্ত্র এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ বাড়িতে ঢোকে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে হামলা ও লুটতরাজ চালায়। সৌগতের বৃদ্ধ বাবা-মা ও প্রতিবেশী এক মেয়ে বাধা দিলে হামলাকারীরা তাঁদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনজনই গুরুতর আহত হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সৌগত বসু আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে বাসায় কারও উপস্থিত টের পায় প্রতিবেশীর মেয়ে। এরপর বাবা যখন বাইরে বের হয়ে আসেন তখন হঠাৎ করেই তাঁর মাথা এবং মুখে জখম করা হয়। বাবা অজ্ঞান হয়ে যান। প্রতিবেশীর মেয়ে এবং আমার মাকে আঘাত করা হয়। হামলাকারী কতজন ছিল সেটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়।’
এ ঘটনার পর বিষয়টি থানা-পুলিশ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন বলেন, ‘এ বিষয়ে থানা-পুলিশ ব্যবস্থা নেবে।’