Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে আজকের পত্রিকার সাংবাদিক সৌগত বসুর বাড়িতে হামলা, বাবা-মাকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক

ফরিদপুরে আজকের পত্রিকার সাংবাদিক সৌগত বসুর বাড়িতে হামলা, বাবা-মাকে কুপিয়ে জখম
হামলায় আহত সাংবাদিক সৌগত বসুর বাবা। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের মধুখালীতে আজকের পত্রিকার সাংবাদিক (নিজস্ব প্রতিবেদক, ঢাকা) সৌগত বসুর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সৌগত বসুর বাবা শ্যামলেন্দু বসু, মা কাকলী বসু ও প্রতিবেশী এক মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামে সৌগত বসুর বাড়িতে সশস্ত্র এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত সাংবাদিক সৌগত বসুর মা। ছবি: আজকের পত্রিকা
হামলায় আহত সাংবাদিক সৌগত বসুর মা। ছবি: আজকের পত্রিকা

জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ বাড়িতে ঢোকে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে হামলা ও লুটতরাজ চালায়। সৌগতের বৃদ্ধ বাবা-মা ও প্রতিবেশী এক মেয়ে বাধা দিলে হামলাকারীরা তাঁদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনজনই গুরুতর আহত হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলায় আহত প্রতিবেশী মেয়ে। ছবি: আজকের পত্রিকা
হামলায় আহত প্রতিবেশী মেয়ে। ছবি: আজকের পত্রিকা

সৌগত বসু আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে বাসায় কারও উপস্থিত টের পায় প্রতিবেশীর মেয়ে। এরপর বাবা যখন বাইরে বের হয়ে আসেন তখন হঠাৎ করেই তাঁর মাথা এবং মুখে জখম করা হয়। বাবা অজ্ঞান হয়ে যান। প্রতিবেশীর মেয়ে এবং আমার মাকে আঘাত করা হয়। হামলাকারী কতজন ছিল সেটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়।’

এ ঘটনার পর বিষয়টি থানা-পুলিশ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন বলেন, ‘এ বিষয়ে থানা-পুলিশ ব্যবস্থা নেবে।’

অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঈদে ফাঁকা রাজধানী, তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

৮৩ বছর ধরে চলছে যে ঘোড়দৌড় প্রতিযোগিতা

ঘুরতে বেরিয়ে ৩ মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ৪ যুবকের

ঈদের রাতে জানালা দিয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

মাদারীপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে মাছের ঘের কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

রাজবাড়ীতে বিছানায় পড়ে ছিল প্রবাসীর স্ত্রীর গলায় ওড়না প্যাঁচানো মরদেহ

সাভারে নৈশপ্রহরী হত্যা: ঝগড়া থামাতে আসায় গুলি ছোড়েন মদ্যপ যুবক