Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে জুট মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জুট মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক
আলতু খান জুট মিল। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের মধুখালীতে আলতু খান জুট মিলে অবস্থিত ব্যাটারির সিসা কারখানায় বয়লারের বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এমনকি স্থানীয় সাংবাদিকদের সেখানে ঢুকতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ।

আহত ব্যক্তিরা হলেন বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের ছেলে মো. সাহাবুদ্দিন সরদার (৩০), বোয়ালিয়ার রতন শেখের ছেলে মো. ফারুক শেখ (৩২) ও চাঁদপুর গ্রামের কামরুল শেখের ছেলে বিপ্লব (৪৫)।

আহত ফারুক শেখের বড় ভাই বাচ্চু শেখ জানান, বিস্ফোরণে তিনজনই দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ফারুক ও বিপ্লবকে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

আশপাশের বাসিন্দারা জানান, জুট মিলের ভেতরে ব্যাটারির কারখানা থেকে বড় ধরনের আওয়াজ পান তাঁরা। একই সঙ্গে ধোঁয়া দেখতে পান। তবে ভেতরে প্রবেশ না করার কারণে জানতে পারেননি ক্ষতির ধরন।

সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক মো. আকাশ হোসেন জানান, তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালে ভর্তির তালিকায় আহতদের দেওয়া মোবাইল নম্বরে কল দিলে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি কল ধরেন। তিনি আলতু খান জুট মিলের এজিএম পরিচয় দিয়ে বলেন, ‘আপনারা কী বলেন, কী আবোলতাবোল শুনেছেন, ওইখানে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এ কথা বলেই ফোন কেটে দেন।’

এ বিষয়ে জানতে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রাশেদুল ইসলামকে কল দেওয়া হলে তিনি জানান, বিষয়টি তাঁদের জানানো হয়নি। এমনকি তাঁরা কিছু জানেন না।

তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চার মামলার প্রতিবেদন ৩ জুলাই

মেয়র ঘোষণার গেজেট কেন হচ্ছে না, জানতে ইসিতে ইশরাক

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত