হোম > সারা দেশ > ঢাকা

‘১২ বছর হয়ে গেছে, বাবাকে চোখের দেখাও দেখতে পারিনি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মায়ের ডাকের মানববন্ধনে বিগত সরকারের আমলে গুমের সঙ্গে জড়িতদের বিচার দাবি জানানো হয়। ছবি: আজকের পত্রিকা

গুমের সঙ্গে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রোববার মানববন্ধন করেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’। গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা হাইকোর্ট মাজার গেটের সামনে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি, গুম থেকে ফিরে আসা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, সাবেক ছাত্রদল নেতা আনিসুর রহমান খোকনসহ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা।

মানববন্ধনে গুমের শিকার গাড়িচালক কাওসারের মেয়ে লামিয়া মীম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘১২ বছর হয়ে গেছে আমি আমার বাবাকে চোখের দেখাও দেখতে পারিনি। আমার কি অধিকার নেই বাবাকে দেখার। আমার বাবাকে যাঁরা গুম করেছেন, তাঁরা এখনো স্বাধীন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের কেন কোনো বিচার হচ্ছে না। আমরা দিনের পর দিন, রাতের পর রাত ঘুমাতে পারছি না। আর যাঁরা গুম করেছেন, তাঁরা ঠিকই এসি রুমে ঘুমাচ্ছেন। আমি আমার বাবাসহ সব চাচ্চুদের ফেরত চাই। আমি চাই না এই বাংলাদেশে আর কোনো গুম হোক। আর কোনো সন্তানের চোখের পানি পড়ুক।’

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তাঁরা ‘আওয়ামী লীগের ঠিকানা বাংলাদেশে হবে না’; ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভরো’ ইত্যাদি স্লোগান দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়