হোম > সারা দেশ > ঢাকা

বেড়েছে শাটল বাসের র‍্যাপিড পাস বিক্রি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় যানজট কমাতে চালু হয়েছিল মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও মতিঝিল পর্যন্ত চলার অপেক্ষায় ছিল। আজ রোববার থেকে সেটিও পূরণ হয়েছে। 

অন্যদিকে মেট্রোরেলকেন্দ্রিক যাত্রী টানতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চালু করেছে শাটল বাস। 

উত্তরা (হাউস বিল্ডিং) থেকে দিয়াবাড়ি ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) স্টেশন পর্যন্ত বিআরটিসি কর্তৃক পরিচালিত মেট্রোরেল শাটল বাস সার্ভিসের জন্য গত বুধবার থেকে টিকিট কাউন্টার স্থাপন করা হয়েছে। তবে র‍্যাপিড পাস বিক্রির ক্ষেত্রে যাত্রীদের থেকে দারুণ সাড়া পেয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। 

ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ রোববার ১০০টি র‍্যাপিড পাস বিক্রি হয়েছে। আগামীকাল থেকে ২৫০টি করে বিক্রি করা হবে।’ 

তিনি বলেন, ‘আজ থেকেই বিক্রি শুরু হয়েছে। মতিঝিল আর দিয়াবাড়িতে। যতক্ষণ মেট্রোরেল চলবে ততক্ষণ পর্যন্ত। মতিঝিলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ছিল। আজ ৩০ মিনিটে ৫০টা বিক্রি হয়েছে।’ 

র‍্যাপিড পাস বিক্রির লোকেশন বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল মিরপুর ১০, আগারগাঁও, মতিঝিল ও দিয়াবাড়ি থেকে র‍্যাপিড পাস বিক্রি করা হবে।’ 

এর আগে বুধবার ডিটিসিএর নির্বাহী পরিচালক সাবিহা পারভীন দিয়াবাড়ি মেট্রো স্টেশনে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। উত্তরা (হাউস বিল্ডিং) ও দিয়াবাড়ি এমআরটি স্টেশনে দুটি অস্থায়ী টিকিট কাউন্টারের উদ্বোধন করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭