হোম > সারা দেশ > ঢাকা

আগারগাঁও এবং উত্তরায় ৪ শতাধিক দোকানপাট উচ্ছেদ

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

আগারগাঁওয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

মহাসড়কের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় রাজধানীর আগারগাঁও এবং উত্তরা এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা চার শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।

আগারগাঁওয়ের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে ঢাকা-আরিচা মহাসড়ক এবং ঢাকা-আশুলিয়া সড়কের উত্তরায় স্লুইসগেট থেকে কামারপাড়ার রানাভোলা কাঁচাবাজার পর্যন্ত অভিযান চালানো হয়। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চলে।

আগারগাঁও এলাকায় উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।

অপরদিকে উত্তরা এলাকায় অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছাদেকুর রহমান এবং ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম।

আগারগাঁওয়ের অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম পাশের প্রথম গেটসংলগ্ন রাস্তার পশ্চিম দিকে ঢাকা-আরিচা সড়ক পর্যন্ত উভয় পাশের রাস্তা এবং ফুটপাতের দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা দোকানের মধ্যে বিভিন্ন খাবারের হোটেল, টংদোকান ও বিভিন্ন ধরনের সামগ্রীর হকার ছিল।

সাইফুল ইসলাম বলেন, অভিযানের মাধ্যমে প্রায় দেড় কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত হয়েছে। এতে জনগণের চলাচলে ভোগান্তি লাঘব হবে।

উত্তরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

অপরদিকে উত্তরার অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছাদেকুর রহমান বলেন, উত্তরা ১০ নম্বর সেক্টর স্লুইসগেট থেকে কামারপাড়া পর্যন্ত রানাভোলা সড়কের কাঁচা অংশে অবৈধভাবে গড়ে তোলা দুই শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে।

ছাদেকুর রহমান বলেন, ‘উচ্ছেদের ফলে প্রায় এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত হয়েছে। অভিযানে উচ্ছেদ করা দোকানের মধ্যে বিভিন্ন খাবারের হোটেল, অবৈধ টংদোকান, বাঁশের আড়ত, নার্সারি, হকারদের বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে।’

উল্লেখ্য, ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ নগরবাসীর সঙ্গে গণশুনানিতে অংশ নিয়ে ঘোষণা দিয়েছিলেন, পয়লা বৈশাখের পর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চালাবে ডিএনসিসি। পূর্বঘোষণা অনুযায়ী ডিএনসিসির বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে। রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য