হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে বদ্ধ ঘরে সিলিন্ডার গ্যাস, আগুন জ্বালতেই দগ্ধ হলেন স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে সিলিন্ডার গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে পৌর এলাকার কুমরাইলে এ ঘটনা ঘটে। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন আসিফ হোসেন (২৪) ও তাঁর স্ত্রী শান্তা আক্তার (২১)। আসিফ দম্পতি কুমড়াইলের কুববাত হোসেনের মালিকানাধীন দ্বিতল ভবনের নিচতলায় ভাড়া থাকেন। আসিফ পেশায় রিকশাচালক এবং তাঁর স্ত্রী একটি কারখানায় কাজ করেন। তাঁদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।

ধামরাই ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে আসিফের স্ত্রী শান্তা রান্না করার জন্য দেশলাই কাঠি জ্বালান। সঙ্গে সঙ্গে বিকট শব্দে ঘরে আগুন ধরে যায়। এতে মালামাল পুড়ে যাওয়াসহ তাঁরা দগ্ধ হন। পাশের ভাড়াটিয়াদের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়।

আশরাফ হোসেন নামের স্থানীয় একজন বলেন, বিকট শব্দ শুনে তাঁরা ওই বাসায় যান। এ সময় আসিফ-শান্তা দম্পতির কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। শান্তা কক্ষ থেকে বের হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর মাথার চুল ও শরীরের বিভিন্ন অংশ পোড়া ছিল। আসিফের শরীরের বিভিন্ন অংশ ঝলসানো ছিল। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, তিতাসের সংযোগ থাকলেও গ্যাস স্বল্পতার কারণে আসিফ তাঁর বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। দিনে কোনো একসময় রান্নার পর চুলা ভালো করে বন্ধ করা হয়নি। এ কারণে চুলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। রাতে রান্নার জন্য দেশলাই কাঠি জ্বালানোর পর প্রচণ্ড শব্দে আগুন ধরে যায়। এ সময় কক্ষের ভেতরে থাকা আসিফ-শান্তা দম্পতি দগ্ধ হন।

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী