রাজধানীর তুরাগে নৌকা ভ্রমণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাবিয়া ইসলাম অনন্যা (২৫) নামের এক যুবতী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বোন সামিয়া ইসলাম তাসফিয়া (১৮) আহত হয়েছেন।
তুরাগের দিয়াবাড়ির ১৮ নম্বর সেক্টরের মেট্রো সেন্টার স্টেশনের দক্ষিণ-পশ্চিম পাশে সুরুজ মিয়ার মাছ চাষের জলাশয়ে আজ সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পরে তাঁদের স্বজন ও আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনন্যাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে তাসফিয়া চিকিৎসাধীন রয়েছেন।
দুই বোন হলেন রাজধানীর মগবাজার এলাকার নয়াটোলার চেয়ারম্যান গলির মোহাম্মদ তাজুল ইসলামের মেয়ে সাবিয়া ইসলাম অনন্যা ও সামিয়া ইসলাম তাসফিয়া। নিহত সাবিয়ার স্বামীর নাম আরিফুল বারী চৌধুরী তুষার। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতার পাইয়া গ্রামে।
সেখানকার প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে বলেন, ওই লেকের জলাশয়ে কায়াকিং বোটে উঠে একসঙ্গে বেড়ানোর সময় অসতর্কতায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সাবিয়া ইসলাম অনন্যা, সামিয়া ইসলাম তাসফিয়া ও মোহাম্মদ হিমেল পানিতে পড়ে যান। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে একজন মারা যান। আরেক বোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, লেকে ঘুরে বেড়ানোর সময় বোট থেকে পানিতে পড়ে গিয়ে এক তরুণী মারা যান। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।