হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ডুবে যাওয়া ফেরি তুলতে আবারও কাজ শুরু, আজকেই উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরি ঘাটে কাত হয়ে ডুবে যাওয়া আমানত শাহ ফেরি সোজা করতে কাজ শুরু করেছে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড। আজ সোমবার সকালে জেনুইনের পাঁচটি উইন্স এই কাজ শুরু করে। 

ফেরির সঙ্গে তিন, চার ও পাঁচ ইঞ্চি তার বেঁধে দেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে মেশিন। জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড সংস্থার ৫০ জন কর্মী ফেরি উদ্ধারে কাজ করছে। ফেরিটি তুলতে খরচ ধরা হয়েছে ২ কোটি টাকা। 

জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড সংস্থার ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান জানান, আজকের মধ্যেই কাত হয়ে থাকা ফেরিটি তুলে সোজা করা হবে। এরপর ফেরির মধ্যে থাকা পানি সেচে খালি করে কোম্পানিকে বুঝিয়ে দেওয়া হবে। পরে জেনুইন এন্টারপ্রাইজ কোম্পানি বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। 

গত ২৭ অক্টোবর সকালে দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসার পর যানবাহন নিয়ে পাঁচ নম্বর ফেরি ঘাটে কাত হয়ে ডুবে যায়। পরে ফেরিটি তুলতে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা ব্যর্থ হয়। পরে ফেরিটি তুলতে ২ কোটি টাকা কন্টাক্ট করে জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭