হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে অপারেশন কার্যক্রম

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাধীনতার ৫০ বছর পর শুরু হয়েছে সিজারিয়ানসহ অন্যান্য অপারেশন কার্যক্রম। আজ বৃহস্পতিবার দুপুরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। 

বাসাইল পৌরসভার বাসাইল পূর্ব পাড়া গ্রামের মো. কামাল মিয়ার স্ত্রী সাথী আক্তারের (২৮) সিজার অপারেশনের মাধ্যমে এই প্রথম অপারেশন কার্যক্রম শুরু হয়। প্রথম সফল অপারেশনের পর মা ও শিশু উভয়েই সুস্থ আছেন। 

অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান সিজার অপারেশন পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন ডা. সুজাউদ্দিন তালুকদার, ডা. রাকিব, ডা. নাজমুন এবং ডা. আরিফ। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজুর রহমান বলেন, এই প্রথম বাসাইলে অপারেশন শুরু হলো। এখন থেকে বাসাইলেই নিয়মিত সিজারিয়ান, অ্যাপেন্ডিসাইটিস, গলব্লাডার স্টোনসহ বিভিন্ন অপারেশন করা হবে। গরিব অসহায়দের সর্বস্ব বিক্রি করে আর দৌড়াতে হবে না বিভাগীয় ও জেলা শহরের প্রাইভেট হাসপাতালগুলোতে। 

স্বাধীনতার ৫০ বছর পর উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে অপারেশন কার্যক্রম চালু হওয়ায় খুশি উপজেলাবাসী। সিজারিয়ানসহ অন্যান্য অপারেশন কার্যক্রম শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। 

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা