হোম > সারা দেশ > ঢাকা

নতুন প্ল্যাটফর্ম নিয়ে জাবিতে আলী আহসান জুনায়েদের মতবিনিময়

জাবি প্রতিনিধি 

জাবিতে আলী আহসান জুনায়েদের মতবিনিময়। ছবি: আজকের পত্রিকা

জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে নতুন একটি প্ল্যাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল শুক্রবার বিকেলে জাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের ছাদে এই মতবিনিময় হয়।

এ সময় নতুন এই প্ল্যাটফর্মের ‘আইডিওলজি’, অর্থের উৎস, নেতৃত্ব নির্বাচন—এসব নিয়ে আলোচনা হয়। তা ছাড়া মুক্তিযুদ্ধ, ধর্ম, নারী, আদিবাসী ইত্যাদি বিষয়ে নিজেদের অবস্থান কেমন হবে—এসবও আলোচনায় উঠে আসে। সবকিছু ছাপিয়ে ‘বাংলাদেশপন্থী’ রাজনীতি করবে নতুন এই প্ল্যাটফর্ম।

প্ল্যাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল উল্লেখ করার মতো। তবে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বিন্যাসে সেই অবদানের যথাযথ প্রতিফলন ঘটতে দেওয়া হয়নি গোষ্ঠীস্বার্থের কারণে। আমরা জুলাইয়ের স্পিরিট ধারণ করে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছি, যেখানে জাবিয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই। সেই লক্ষ্যেই আমরা আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি।’ জাবিতে যে সাড়া পেয়েছেন, তা তাঁর আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে বলে জানান তিনি।

জাবিতে আলী আহসান জুনায়েদের মতবিনিময়। ছবি: আজকের পত্রিকা

এদিকে এই মতবিনিময় সভার আয়োজক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির সাবেক শিক্ষার্থী তানভীর কল্লোল বলেন, ‘জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তিকে তাঁর অবদানের স্বীকৃতি দেওয়া, শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা এবং মেধার যথাযথ মূল্যায়নের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য একটি প্ল্যাটফর্ম জরুরি। তারই অংশ হিসেবে আজ জাবিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আমরা আশা করছি, এপ্রিলে আসন্ন নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশের মানুষের এই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য