Ajker Patrika
হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে পৃথক স্থান থেকে ২ বৃদ্ধের মরদেহ উদ্ধার 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে পৃথক স্থান থেকে ২ বৃদ্ধের মরদেহ উদ্ধার 

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ও দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

এদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করতে পারলেও অপর এক ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। 

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে টঙ্গীর রেলওয়ে স্টেশনের পাশে ভাই ভাই আবাসিক হোটেল থেকে আব্দুল মান্নান (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তিনি পটুয়াখালী জেলার দর্শনা থানার অলিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। মান্নান ওই হোটেলে ভাড়ায় থেকে টঙ্গী এলাকার ভিক্ষা করতেন। গত দুই দিন ধরে মান্নানের ভাড়া নেওয়া কক্ষটির দরজা বন্ধ থাকায় হোটেল ব্যবস্থাপক ভাড়ার টাকা আনতে যান। এ সময় দরজা ভেতর থেকে বন্ধ পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। 

একই দিনে দুপুর ১২টার দিকে টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদের ওপর সেতুর পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি থানায় এনে পরিচয় শনাক্তে কাজ করে পুলিশ। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। দুজনই পেশায় ভিক্ষুক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’

ফার্মগেটে হলিক্রস কলেজ ও চার্চের সামনে ককটেল বিস্ফোরণ

উত্তরায় ৬২ লাখ টাকার নিষিদ্ধ সিগারেটসহ গ্রেপ্তার ২

রাজধানীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ ১১ জন গ্রেপ্তার

চকবাজারে দুই প্রতিষ্ঠানের বেবি পাউডারে আড়াই হাজার গুণ বেশি হাইড্রোকুইনোন, ক্যানসারের ঝুঁকি

বাসে আচার খাইয়ে যাত্রীকে অচেতন, অজ্ঞান পার্টির ৫ সদস্যকে পিটুনি

উত্তরায় মাইক্রোবাসে ২৯৮ বোতল ফেনসিডিল, দুজন গ্রেপ্তার

যাত্রাবাড়ীর রসুলপুরে ৭ দিন ধরে নেই গ্যাস, চরম ভোগান্তি

চেক প্রতারণায় এক কোটি টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি মাহান্নান করিম গ্রেপ্তার

নতুন মামলায় গ্রেপ্তার মাই টিভির চেয়ারম্যান সাথী

মেনন-গাজী-আতিক-পলক আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার