হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জানুয়ারি থেকে মে মাস পরিস্থিতি খারাপ হবে: শামীম ওসমান 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের প্রতি কুদৃষ্টি আছে। জানুয়ারি থেকে মে মাস পরিস্থিতি খারাপ হবে। না খাইয়ে মারার চেষ্টা হবে। তবে আমি বিশ্বাস করি, শয়তান যেমন আল্লাহর সাথে পারে না, ওরাও শেখ হাসিনার সাথে পারবে না। কারণ তাঁর ওপর আল্লাহর রহমত আছে।’ 

আজ সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জে নির্বাচন পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। 

নারায়ণগঞ্জ-৪ আসনের এ সংসদ সদস্য বলেন, ‘নির্বাচনের দিন আমার কাছে সারা দিন ফোন এসেছে। প্রথম খেলা টেলিফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে দিবে না। এগুলো প্ল্যান করে করা হয়েছে। সর্ষের ভেতর ভূত আছে। অনেক পোশাকওয়ালা মানুষ বলেছে, ভোট স্লো করেন। তারা জানে না এখানে সকল এজেন্সির বাইরে আরেকটা এজেন্সি কাজ করে, শেখ হাসিনার এজেন্সি। তারা বোঝে না শামীম ওসমান আলাদা চিজ হ্যায়।’ 

তিনি বলেন, ‘সারা দেশে নির্বাচন আসলেই বলে টাকা দেন, টাকা দেন। আমার এলাকায় আমি পোস্টার ছাপিয়েছি। এর পরেই বিভিন্ন ওয়ার্ডে দেখি পোস্টার ছাপানো হয়ে গেছে। এর চেয়ে বেশি চাওয়া-পাওয়া আমার কিছু নেই।’ 

সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘আমি জনসভার পর আপাকে বলেছিলাম-আপনি কি খুশি হয়েছেন। তিনি বলেছেন, আমি অনেক অনেক খুশি হয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার এলাকায় কত পার্সেন্ট ভোট পড়বে আমি জানি। আমি ৪০ থেকে ৪২ শতাংশ ভোট আশা করেছিলাম। সেখানে ৩২ শতাংশ ভোট পড়েছে। বাকি ভোট পড়েনি, নাকি পড়তে দেওয়া হয়নি।’ 

শামীম ওসমান বলেন, ‘আমি পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই। নয়তো আমার কর্মীরা উত্তেজিত হয়ে পড়ত। নারায়ণগঞ্জের কর্মীরা উত্তেজিত হলে পুরো বাংলাদেশও থামাতে পারে না। যে যেই দলই করেন আপত্তি নেই। জ্বালাও পোড়াও করবেন, আমি ছাড়ব না।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া এবং নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি প্রমুখ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭