হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরে টঙ্গীতে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার টঙ্গীর এরশাদনগর এলাকার ৩ নম্বর ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত শাকিবা আক্তার (১৬) টঙ্গীর খাঁ-পাড়া এলাকার কনফিডেন্স স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। সে খুলনার সোনাডাঙা থানার বটিয়াঘাটা গ্রামের সাজ্জাদ হোসেনের মেয়ে এবং এরশাদনগর এলাকার ৩ নম্বর ব্লকে পরিবারের সঙ্গে থাকত।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

পুলিশ জানায়, আজ বিকেলে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয় শাকিবা। কিছুক্ষণ পর পরিবারের অন্য সদস্যরা তাকে ডাকেন। এতে তার কোনো সাড়া না পেয়ে কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে