হোম > সারা দেশ > ঢাকা

গরুর হাটে ‘মায়ের শখের লালন’

অনিক হোসেন, ঢাকা

হাফিজুর মোল্যা, রাজবাড়ির কালুখালী থেকে এসেছেন রাজধানীর মেরাদিয়া হাটে। তাঁর সঙ্গে নিয়ে এসেছেন মায়ের শখের পোষা গরু লালনকে। মেরাদিয়া হাটে ঢুকতেই চোখের সামনে পড়ে কাপড়ের ফুল গায়ে জড়ানো আর গলায় রঙিন মালা পরানো কালো–লালচে রঙের গরুটি। ১৭–১৮ মণ ওজনের দৃষ্টি নন্দন গরুটির সঙ্গে অনেককে ছবি তুলতে দেখা যায়।

গরুর মালিক হাফিজুর মোল্যা আজকের পত্রিকাকে বলেন, আমার মা অনেক যত্ন করে ছোট থেকেই লালন কে বড় করেছে। গরুটি আমাদের অনেক যত্নের। লালনকে সব সময় আমরা স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াইছি। এলাকা থেকে লালনকে ঢাকায় আনছি শখ করেই। বড় গরু হওয়ায় সবাই লালনকে দেখছে আর ছবি তুলছে।

হাফিজ জানান, শুক্রবার রাতে মেরাদিয়া হাটে এসেছেন তিনি। এখন পর্যন্ত লালনের দাম উঠেছে ৩ লাখ ২০ হাজার টাকা। কিন্তু তিনি লালনকে বিক্রি করতে চান ৬ লাখ টাকা।

তিনি আরও বলেন, আজ হাট শুরু হওয়ায় বড় গরু কেনার মত তেমন ক্রেতা আসে নাই। রোববার থেকে ক্রেতাদের আরও ভিড় শুরু হলে আমি আশাবাদী লালনকে ন্যায্য দামেই বিক্রি করতে পারবো।

লালনকে কিনতে আগ্রহী আলমগীর নামের এক ক্রেতা বলেন, গরুটি দেখতে অনেক সুন্দর। শখের গরুগুলোকে সাধারণত অনেক যত্নে পোষা হয়। এ জন্য এসব গরুতে কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকে না। তাই এসব গরুর প্রতি সবার আগ্রহ থাকে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন