Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১ 

ফরিদপুর প্রতিনিধি

চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১ 

ফরিদপুরের ভাঙ্গায় চুরির অভিযোগে গণপিটুনিতে ইসরাফিল শেখ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ।

নিহত ইসরাফিল শেখ উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের হাফিজ শেখের ছেলে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মসজিদের ইমাম জাকির মোল্লার এক তালাবদ্ধ ঘরের তালা ভেঙে চুরির চেষ্টা করছিলেন ইসরাফিল। পাশের রুমে থাকা জাকির মোল্লা বিষয়টি টের পেয়ে মোবাইল ফোনে আশপাশের লোকদের খবর দেয় এবং পাশে মসজিদে গিয়ে বিষয়টি মাইকে ঘোষণা দেন। পরে গ্রামবাসী জড়ো হয়ে পাশের এক বাগানের মধ্যে নিয়ে ইসরাফিলকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তিনি।

নিহত ইসরাফিলের মা বলেন, ‘আমার ছেলে মাঝেমধ্যেই চুরি করত। সে নেশা করত।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, ‘ইসরাফিল একজন পেশাদার চোর। বুধবার দিবাগত রাতে চুরি করতে গিয়ে ইমাম টের পায়। পরে গ্রামবাসী ইসরাফিল নামের এক চোরকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে