Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুর-৩: কালকিনিতে ভোটকেন্দ্রের সেতু ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-৩: কালকিনিতে ভোটকেন্দ্রের সেতু ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

মাদারীপুর-৩ আসনে কালকিনির একটি ভোটকেন্দ্রে যাওয়ার কাঠের সেতু ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরে সেতুটি ভাঙা দেখতে পান প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় কে বা কারা সেতুটি ভেঙে দিয়েছে। 

এ বিষয়ে ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটকেন্দ্রের কাছাকাছি খালের ওপরে কাঠের সেতুটি কে বা কারা ক্ষতিগ্রস্ত করেছে। তবে, ভোটারদের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। কোন অসুবিধা হবে না।’ 

জানা যায়, উপজেলা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে সরঞ্জামাদি বুঝে নিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা এ সময় দেখতে পান কেন্দ্রে যাওয়ার কাঠের সেতুটির বিভিন্ন স্থানে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ছাড়া সেতুর ওপর থেকে কিছু কাঠও সরিয়ে নেওয়া হয়েছে। পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা-পুলিশকে জানান। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ওই ভোটকেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৯ শ’। এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৫৪০ জন ও নারী ভোটার এক হাজার ৩৬০ জন। এই ভোটকেন্দ্রে চরফতে বাহাদুরপুর ও দক্ষিণ চরফতে বাহাদুরপুর মৌজার চার গ্রামের ভোটাররা ভোট দেবেন। এর মধ্যে ঝুরগাঁও, পাতাবালী, খলিশাডুবি ও নয়াকান্দি গ্রাম আছে। 

কালকিনি নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘নয়াকান্দির ভোটকেন্দ্রটিতে স্থায়ী ছয়টি ভোটকক্ষ ও অস্থায়ী আরও একটি কক্ষ রাখা আছে। যে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি মেরামতের কাজ চলছে। এ ছাড়া বিকল্প ব্যবস্থাও রাখা আছে। তাই ভোটারদের আসতে কোন বিঘ্ন হবে না।’ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ ও তার বিপক্ষে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোসা. তাহমিনা বেগম আছেন। 

এ ছাড়া জাতীয় পার্টির মো. আব্দুল খালেক, তৃণমূল বিএনপির প্রবীণ হালদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান

খুলনার সাবেক এমপি আক্তারুজ্জামানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

লালমাটিয়ায় তরুণীকে মারধর: স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে বিক্ষোভ, কুশপুত্তলিকা পোড়ালেন নারীরা