সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে বিষপানে আত্মহত্যাচেষ্টার পাঁচ দিন পর আয়েশা আক্তার নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আয়েশা উপজেলার কচুয়া গ্রামের আজহার আলীর মেয়ে এবং সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার আয়েশা আক্তার পরিবারের সঙ্গে অভিমান করে বিষপান করে। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়। আজ ভোরে নিজ বাড়িতেই গলা থেকে রক্ত বের হয়ে একপর্যায়ে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ওই কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।