সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ওপর এ ঘটনা ঘটে।
বিষয়টি রাতে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তবে নিহতের নাম–পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, কাঁচপুর সেতুর ওপর দুই ব্যক্তি একটি মোটরসাইকেল যোগে এসে ওই ব্যক্তির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, মরদেহটি ওই হাসপাতালেই রয়েছে। নিহতের নাম–পরিচয় জানার চেষ্টা চলছে।