Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার মামলায় সাদেক হোসেন খোকার ছেলে ইশফাকসহ ৬ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার মামলায় সাদেক হোসেন খোকার ছেলে ইশফাকসহ ৬ জন কারাগারে

ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছোট ছেলে ইশফাক হোসেনসহ ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী তাঁদের কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

কারাগারে পাঠানো অন্যরা হলেন ইশফাকের গাড়িচালক জহির হাসান লিয়াকত আলী, মফিজুল, বাবুল পরামানিক ও আজিম উদ্দিন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের পল্টন থানা সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

ইশফাকসহ এই ছয়জনকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পল্টন থানা পুলিশ। 

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা এসআই সুমিত কুমার সাহা তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান। 

অন্যদিকে অ্যাডভোকেট নিহার হোসেন ফারুক তাঁদের জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৯ অক্টোবর ছয়জনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর পল্টন থানার সামনে পুলিশকে মারধর, পুলিশের কর্তব্য কাজে বাধা, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো, যানবাহন ভাঙচুর করার অভিযোগ এনে পল্টন থানা পুলিশ মামলা দায়ের করে।
 
এই মামলায় ২৯ অক্টোবর আরও ৪৭ জনকে কারাগারে পাঠানো হয়।

ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবির রোকেয়া হলের ছাত্রীদের মশাল মিছিল

একসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন প্রশ্নে জাতীয় ঐক্যের সম্ভাবনা নাকচ করল বিএনপি

লালবাগে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

বিচারালয়ের দুর্নীতি তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

মুন্সিগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা ইমন হাসান গ্রেপ্তার

রাজধানীতে নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৮

২০ ভবঘুরে নিয়ে সাবেক এমপির ভবনে উঠলেন ‘সমন্বয়ক’

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাট: ৭ জন কারাগারে, কিশোর উন্নয়ন কেন্দ্রে ৭

হিযবুত তাহরীরের ১৭ সদস্য ৫ দিনের রিমান্ডে