হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে টায়ার পুড়িয়ে বিএনপি-জামায়াতের অবরোধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

দেশব্যাপী টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার পুড়িয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন জামায়াত ও বিএনপির নেতা–কর্মীরা। 

আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতালসংলগ্ন এবং সড়কের মাদানিনগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। 

দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় টায়ার পুড়িয়ে অবরোধ করেন, অন্যদিকে একই মহাসড়কে মাদানীনগর এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করে চলে যায়। বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা হাইওয়েতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, চলমান বিচারহীনতা, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার, অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে তাঁদের এই অবরোধ কর্মসূচি। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের কর্মসূচি পালন করা হবে। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, গুরুত্বপূর্ণ মহাসড়ক ছাড়াও নারায়ণগঞ্জের কোথাও কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো বিশৃঙ্খলা রোধে সতর্ক অবস্থানে রয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭