ঢামেক প্রতিবেদক
ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীও শঙ্কামুক্ত নন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আজ শুক্রবার সকালে মোটরসাইকেলে করে মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন। দুপুরের পর ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হন। নিহত শিক্ষার্থীর মোটরবাইকে থাকা ওই ছাত্রী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অহত ছাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষে অধ্যয়নরত।
সহপাঠী অর্নব হালদার জানান, অভিজিৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। সকালে মোটরসাইকেলে করে দুই শিক্ষার্থী মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন। দুপুরের পর আবার ক্যাম্পাসে ফেরার কথা ছিল।
বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে করে মাওয়া থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু টোল প্লাজার সামনে অভিজিৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা খায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে অভিজিৎ মারা যান। মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিসের (ওসেক) কর্তব্যরত চিকিৎসক ডা. শাহিদুল ইসলাম সুমন বলেন, আহত শিক্ষার্থীর ডান পা, ডান হাত ফ্যাকচার হয়েছে। মাথায় আঘাত রয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয়।