Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

প্রদর্শনী খেতের টাকা আত্মসাতের অভিযোগ উপসহকারী কৃষি কর্মকর্তা বিরুদ্ধে

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রদর্শনী খেতের টাকা আত্মসাতের অভিযোগ উপসহকারী কৃষি কর্মকর্তা বিরুদ্ধে

নরসিংদীর রায়পুরায় উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রদর্শনীর কৃষি উপকরণ ও জমি পরিচর্যার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে গত ৬ ফেব্রুয়ারি কৈফিয়ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে ভুল হয়েছে দাবি করে ভুক্তভোগীদের টাকা ফেরত দেবেন বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ এবং তেলবীজ ফসলের উৎপাদন বাড়াতে রাজস্ব অর্থায়নে পৌরসভা ব্লকে কৃষক ইদু মিয়া, ফরিদ মিয়া, আরিফ উদ্দিন আহম্মেদ ও বেবী নাজনীনের নামে ‘সরিষার একক প্রদর্শনী’ দেওয়া হয়। এই প্রদর্শনী খেতের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ।

সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা গত ৬ ফেব্রুয়ারি পৌর এলাকার ওই ব্লক পরিদর্শনে যান। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, চারজনের কারও জমিতে নেই সরিষার প্রদর্শনী। এরপর খোঁজ নিয়ে জানতে পারেন, প্রদর্শনীর বীজ, সারসহ বিভিন্ন উপকরণ ও জমিতে পরিচর্যা বাবদ জনপ্রতি আড়াই হাজার টাকা করে কৃষকদের দেওয়ার কথা থাকলেও, দেওয়া হয়নি। পরে তাঁরা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের কাছে কৈফিয়ত চেয়ে চিঠি দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রথম উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভুল হয়েছে। কৃষকদের বিকাশ নম্বর আমার কাছে ছিল না। তাঁদের টাকা দিয়ে দেব। আর এমন হবে না।’ 

এ নিয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রদর্শনী বাবদ উপকরণ ও টাকা আত্মসাতের অভিযোগে ওই কর্মকর্তার কাছে কৈফিয়ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। জবাব পেলে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি