হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে কমেছে তাপমাত্রা, আগামীকালও বন্ধ বিদ্যালয় 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে তাপমাত্রা আরও কমে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে আগামীকাল বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন টাঙ্গাইলের জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা। 

টাঙ্গাইলের আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৯টায় টাঙ্গাইলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইলে শীতের তীব্রতা আরও বেড়েছে। গতকাল সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 
 
জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে চলে যাওয়ায় জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার থেকে বন্ধ রয়েছে। শীতের তীব্রতা বাড়ায় আগামীকাল বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা স্বাভাবিক না হলে এই ছুটি বাড়তে পারে। 

এদিকে গত কয়েক দিন ধরে হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা। হিমেল হাওয়ায় শীত বেড়েছে নদীতীরবর্তী এই জেলায়। কাজে যেতে না পেরে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। কমেছে আয়। ব্যাহত হচ্ছে বোরো আবাদ। প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে দরিদ্র মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন গ্রামাঞ্চলের মানুষ। প্রচণ্ড শীতে বয়োবৃদ্ধ ও শিশুরা ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। 

জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানান, কয়েক দিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা কমেছে। আজ টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এ জেলায় বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

লক্ষীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা