গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় আগুন লেগেছে। আজ রোববার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টঙ্গীর পাগাড় পাঠানপাড়া এলাকার দ্য ঢাকা ডাইং অ্যান্ড মেনুফ্যাচারিং কোম্পানি লিমিটেড কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।
কারখানাটিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা কাজ করছেন। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কারখানাটিতে প্রায় ১ হাজার ৫০০ শ্রমিক কাজ করেন। আজ রোববার সন্ধ্যায় হঠাৎ কারখানার ভেতরে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখতে পান শ্রমিকেরা। প্রাথমিকভাবে কারখানার শ্রমিকেরা আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হলে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান আজকের পত্রিকাকে বলেন, কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আপৎকালীন কর্মীরা সেখানে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা করছেন। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।