হোম > সারা দেশ > ঢাকা

রোকেয়া প্রাচীর বিরুদ্ধে মামলা খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিথ্যা তথ্যপ্রচার করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অভিযোগে অভিনেত্রী ও প্রযোজক রোকেয়া প্রাচীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত মামলা খারিজের আদেশ দেন।

ট্রাইব্যুনাল আদেশে উল্লেখ করেন, মামলা গ্রহণ করার মত কোনো উপাদান বাদীর অভিযোগে নেই বিধায় মামলা খারিজ করা হলো। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

সকালে ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন মুছাব্বির হাসান ওরফে সজিব নামে এক ব্যক্তি। ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। বিকেলে মামলাটি খারিজ করে দেন।

মামলায় অভিযোগ করা হয়, বর্তমানে দেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অর্জিত সফলতা ভিন্ন খাতে প্রবাহিত করতে চান রোকেয়া প্রাচী। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে বাধাগ্রস্ত করে ফ্যাসিস্ট দুর্নীতিবাজদের রক্ষা করে পুনর্বাসনের উদ্দেশ্যে বাংলাদেশের কোনো গণমাধ্যমে বক্তব্য বা সাক্ষাৎকার না দিয়ে গত ১৬ আগস্ট সন্ধ্যায় ভারতের গণমাধ্যমে আক্রমণাত্মক, মানহানিকর, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাক্ষাৎকার ও বক্তব্য দেন। 

এই বক্তব্যের মাধ্যমে তিনি সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিতে চেয়েছিলেন যা সাইবার নিরাপত্তা আইনে অপরাধ।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য