মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. জামাল শেখ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক রায়হান (১৭) আহত হন।
আজ শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার পুরোনো ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল শেখ উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের দামলা গ্রামের শেখ আলাউদ্দিনের পুত্র। এ ঘটনায় নিহত জামাল শেখের পরিবারে চলছে শোকের মাতম।
স্থানীয়রা জানায়, শ্রীনগর পুরোনো ফেরিঘাট এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে আরোহী জামাল শেখ ঘটনাস্থলে নিহত হন। নিহত জামাল উপজেলার বালাশুরে বিক্রমপুর শপিং কমপ্লেক্সের রেডিমেট পোশাক বিক্রেতা। তিনি দুই সন্তানের জনক।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা লাশ নিয়ে গেছেন।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বিষয়টি আমরা জানি না। খোঁজ নিয়ে দেখছি।