নৌকা বিকল হয়ে মেঘনায় ভাসছিল ৭ শিক্ষার্থী, ৯৯৯ এ কল দিয়ে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ৩০ জুন ২০২৪, ১৭: ১৭

সাত বন্ধু চাঁদপুরের বড় স্টেশন ঘাট থেকে নৌকায় মেঘনায় ঘুরতে গিয়েছিলেন। কিছুদূর যাওয়ার পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নদীর স্রোতে ভেসে চাঁদপুরের মেঘনা নদীর বহরিয়া নামক স্থানে চলে যায় তাদের নৌকা। 

ঢেউয়ের তোড়ে বিকল নৌকা তখন নদীতে নিয়ন্ত্রণহীন ভাসছে, এমন তথ্য জানিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চাঁদপুর মেঘনা নদী থেকে জুয়েল রানা নামে একজন ভীত-সন্ত্রস্ত কলার ‘জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯’ এ কল করে তাদের উদ্ধারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। খবর পেয়ে পুলিশ আটকে পড়া সাত ছাত্রকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে। 

আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা সদর দপ্তরের পরিদর্শক আনোয়ার সাত্তার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কলটি রিসিভ করেছিলেন কল টেকার কনস্টেবল আল-ইমরান। তিনি কলারকে আশ্বস্ত করে শান্ত হতে বলেন এবং চাঁদপুর নৌ-পুলিশকে বিষয়টি অবহিত করে দ্রুত তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। উদ্ধার সংশ্লিষ্ট নৌ-পুলিশ টিম ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মো. মান্নান।’ 

তিনি আরও বলেন, ‘সংবাদ পেয়ে চাঁদপুর নৌ-পুলিশ থানার একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া সাত ছাত্রকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।’

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

বদ্ধ ঘরের মেঝেতে শিশুসহ ২ শ্রমিকের লাশ, পাশে কীটনাশকের খোলা প্যাকেট ও আধখাওয়া রুটি

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ