Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নিহত: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নিহত: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা

কোটা সংস্কার আন্দোলনে যাত্রাবাড়িতে গুলিতে নিহত হন শিক্ষার্থী মো. রাসেল বকাউল। এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিহত রাসেলের ভাই মো. হাসানাত বকাউল এই মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। বাদী হাসানাত বকাউল বিষয়টি নিশ্চিত করেছেন।

যে ৪ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে, তাঁরা হলেন—সাবেক মহা পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও সাবেক অতিরিক্ত আইজিপি বিপ্লব কুমার।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে তাঁদের সানারপারের বাসা থেকে বের হন বাদীর ছোট ভাই শিক্ষার্থী রাসেল বকাউল। পূর্বঘোষিত লং মার্চ মিছিলকারীদের সঙ্গে রাসেল মিছিল করতে করতে যাত্রাবাড়ীর দিকে অগ্রসর হন। সকাল সাড়ে ১০টায় পুলিশ নির্বিচারে গুলি করলে রাসেলসহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখমপ্রাপ্ত হন। রাসেলসহ পাঁচজন মিছিলকারীকে স্থানীয় লোকজন পাশের স্পেশালিস্ট মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বাদী মামলায় অভিযোগ করেন, আন্দোলন দমাতে শান্তিপূর্ণ মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে কর্তব্যরত পুলিশ সদস্যরা গুলি চালিয়ে পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করেন।

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

বন্ধের পথে শিল্প উৎপাদন

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন