হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত নাগরিয়াকান্দি শেখ হাসিনা সেতু এলাকায় ত‍রুণীদের শ্লীলতাহানিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার জেলা ও পৌর পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। 

কর্মসূচিতে নরসিংদী পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি পরিমল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, শিবপুর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, সাধারণ সম্পাদক অজয় গোস্বামী প্রমুখ বক্তব্য দেন। 

এ সময় বক্তারা বলেন, ১৫ এপ্রিল সন্ধ্যায় নাগরিয়াকান্দি ব্রিজসংলগ্ন বিনোদন এলাকায় ঘুরতে গেলে স্থানীয় বখাটে নাহিদ, সানি, দোলন, দীপুসহ কতিপয় বখাটে একটি হিন্দু পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় তারা মেয়েদের শ্লীলতাহানি ও ছেলেদের মারধর করে টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় দায়ীদের আসামি করে সদর থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। বিভিন্ন সময়ে ওই এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় মানববন্ধনে।

এ বিষয়ে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, বিনোদনকেন্দ্র নাগরিয়াকান্দি এলাকায় সন্ত্রাসী ও বখাটেদের উৎপাত বন্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন