হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত নাগরিয়াকান্দি শেখ হাসিনা সেতু এলাকায় ত‍রুণীদের শ্লীলতাহানিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার জেলা ও পৌর পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। 

কর্মসূচিতে নরসিংদী পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি পরিমল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, শিবপুর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, সাধারণ সম্পাদক অজয় গোস্বামী প্রমুখ বক্তব্য দেন। 

এ সময় বক্তারা বলেন, ১৫ এপ্রিল সন্ধ্যায় নাগরিয়াকান্দি ব্রিজসংলগ্ন বিনোদন এলাকায় ঘুরতে গেলে স্থানীয় বখাটে নাহিদ, সানি, দোলন, দীপুসহ কতিপয় বখাটে একটি হিন্দু পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় তারা মেয়েদের শ্লীলতাহানি ও ছেলেদের মারধর করে টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় দায়ীদের আসামি করে সদর থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। বিভিন্ন সময়ে ওই এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় মানববন্ধনে।

এ বিষয়ে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, বিনোদনকেন্দ্র নাগরিয়াকান্দি এলাকায় সন্ত্রাসী ও বখাটেদের উৎপাত বন্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য