হোম > সারা দেশ > ঢাকা

ধলেশ্বরী টোল প্লাজায় বাসে আগুন, আহত ৩ যাত্রী 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনজন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও টোল প্লাজায় কর্মরত শ্রমিকেরা জানান, ইসলাম পরিবহনের একটি বাস ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিল। বাসটি ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছে টোল আদায় করার সময় দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ বাসের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং মুহূর্তেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। 

পরে টোল প্লাজার লোকজন বাসের কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সামান্য আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। 

বাসটি ছাড়াও আগুনে টোল প্লাজার মেইন কেব্‌ল, কম্পিউটার, ১০টি সিসি ক্যামেরা এবং একটি ডায়নামিক ম্যাসেজ সাইনের (ডিএমএস) ৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা বলেন, দুপুরে টোল বুথে বাসটি পৌঁছালে অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে। 

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার দুপুর ১২টা ১৬ মিনিটে তাঁরা আগুনের খবর পায়। পরে স্টেশনের দুটি ইউনিটের ২০ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত বাসটিকে সরিয়ে নেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ড কী কারণে ঘটেছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়