হোম > সারা দেশ > ঢাকা

রমজানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় শুরু করল টিকে গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন রমজান মাসে ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সাশ্রয়মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে টিকে গ্রুপ। আজ রোববার সকালে কারওয়ান বাজারে পেট্রো বাংলার সামনে সাশ্রয়ী মূল্যে সাধারণ জনগণের মধ্যে ভোগ্যপণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এই কার্যক্রম উদ্বোধন করেন। 

টিকে গ্রুপের প্রতিনিধি জানান, টিকে গ্রুপের পক্ষ থেকে প্রতিবছর রমজানের আগে তেল, আটা, ময়দা, সুজি, ডাল, দুধসহ বেশ কিছু পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হয়। এই কার্যক্রম রমজান মাসব্যাপী সারা দেশে চলমান থাকবে। বর্তমানে দেশের ২০-২২টি জেলায় এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তিনি সুষ্ঠুভাবে এই কার্যক্রম পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ মহাপরিচালক সফিকুজ্জামান টিকে গ্রুপের এই উদ্যোগের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাতে রমজানে শত শত পণ্যে ছাড় দেওয়া হয়েছে। এ মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় অধিদপ্তরের পক্ষ থেকে করপোরেট প্রতিষ্ঠানসমূহের প্রতি সাশ্রয়ী মূল্যে ভোগ্যপণ্য বিক্রির আহ্বান জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে টিকে গ্রুপ ৫০টির বেশি ভোগ্যপণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে। 

মহাপরিচালক আরও জানান, আগামী ১১-১২ থেকে আসন্ন ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বিভিন্ন সুপার শপ বিভিন্ন ভোগ্যপণ্য বিশেষ ছাড়ে বিক্রি করবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭