হোম > সারা দেশ > ঢাকা

অনুমতি ছাড়াই শাহজালালের রানওয়েতে বিমানের উড়োজাহাজ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

গত মঙ্গলবার অনুমতি ছাড়াই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। একই সময় অবতরণের অনুমতি পাওয়া নভোএয়ারের আরেকটি উড়োজাহাজ রানওয়েতে প্রবেশ করছিল। এতে দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের মতো বড় দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়। তবে শেষ পর্যন্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) দ্রুত পদক্ষেপের কারণে দুর্ঘটনা থেকে রক্ষা পান বিমান ও নভোএয়ারের ফ্লাইটের যাত্রীরা। ওই দুই ফ্লাইটে কমপক্ষে সাড়ে চার শ যাত্রী ছিলেন।
 
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৮ জুলাই) নভোএয়ারের একটি ফ্লাইট অবতরণ করতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি তাকে অনুমতি দেয়। তবে নভোএয়ারের ফ্লাইটটির অবতরণের আগ মুহূর্তে এটিসির অনুমতি ছাড়াই বিমানের ঢাকা থেকে মদিনাগামী একটি ফ্লাইট রানওয়েতে চলে আসে এবং উড্ডয়নের প্রস্তুতি নেয়। রানওয়েতে বিমানের ফ্লাইট দেখে দ্রুত নভোএয়ারের প্লেনটিকে আকাশে চক্কর দেওয়ার নির্দেশনা দেয় (গো অ্যারাউন্ড) এটিসি। ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমান ও নভোএয়ারের ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, মদিনাগামী ফ্লাইটটিতে ৪১৯ যাত্রী ছিলেন। এটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের উড়োজাহাজ ছিল। ফ্লাইটের ক্যাপ্টেন ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন শাহদাত হোসেন এবং ফার্স্ট অফিসার ছিলেন ক্যাপ্টেন মো. জামাল। পরবর্তীতে বিষয়টি অবগত করে বিমানের সিডিউলিং বিভাগে একটি চিঠি দেয় ফ্লাইট সেফটি বিভাগ। 

বিমানের ফ্লাইট সেফটি বিভাগ থেকে পাঠানো চিঠিতে বলা হয়, একই দিন মদিনা বিমানবন্দরে অবতরণের পর ভুল জায়গায় উড়োজাহাজ পার্কিং করা হয়। একাধিক ভুলের কারণে এই দুই পাইলটকে ফ্লাইট সিডিউলিংয়ে না রাখার (গ্রাউন্ডেড) নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিমানের বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনা তদন্তে একটি কমিটি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭