Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কলাবাগান থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

কলাবাগান থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগানের এক বাসা থেকে নাইম আহমেদ (১৮) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। 

আজ শনিবার দুপুর ১টার দিকে কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিটের একটি সাত ভবন থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে কলাবাগানের ওই বাসা থেকে থানায় খবর আসে ওই বাসার গৃহকর্মীকে পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের লোকজনকে থানায় এসে জিডি করতে বলা হয়। এর কিছুক্ষণ পর ওই বাসার গৃহকর্তা হারুন অর রশিদ জানান, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় নিখোঁজ গৃহকর্মীকে পাওয়া গেছে। 

পরে পুলিশ গিয়ে ওই বাসার সাততলা থেকে ফ্যানের সঙ্গে নিজের পরনের পাঞ্জাবির সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

গৃহকর্তা হারুন অর রশিদের বরাত দিয়ে ওসি জানান, নাইমের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়। আট মাস ধরে ওই বাসায় কাজ করতেন তিনি। গত কয়েক দিন নাইম বলত সে চলে যাবে। কিন্তু কোথায় চলে যাবে বলত না। বাসার লোকজন মনে করত দেশের বাড়ি চলে যাবে। সে যে একেবারেই চলে যাবে এটা কেউ বুঝতে পারে নাই।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন