ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় ঢামেকের জরুরি বিভাগে অতর্কিত লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ৩০-৪০ জন ছাত্রলীগের নেতা-কর্মী।
আহত শিক্ষার্থীদের সঙ্গে আসা আন্দোলনকারী আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের এক বড় ভাইকে নিয়ে এসেছি, হঠাৎ করে ছাত্রলীগের একজন রামদা নিয়ে দৌড় দিয়ে আসে, তাঁর পেছন পেছন আরও আসা শুরু করে। এসময় এখানে কর্তব্যরত আনসার সদস্যরা আমাদের ধরে রেখেছে, কিন্তু ছাত্রলীগ আমাদের মারছে তাঁদের কিছু করছে না।’
চিকিৎসা নিতে আসা আহত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ওপর হাসপাতালে তিন থেকে চারবার অতর্কিত হামলা করা হয়েছে। ভাঙ্গা লাঠি দিয়ে হাতে আঘাত করা হয়েছে।’