হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে কার্টনে মোড়ানো লাশের পরিচয় মিলেছে

মানিকগঞ্জ প্রতিনিধি

নিহত বিউটি গোস্বামী। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে রাস্তার পাশে কার্টনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।

পুলিশ জানায়, বিউটি গোস্বামী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহাররঞ্জন গোস্বামীর মেয়ে। তিনি স্বামী অলক রঞ্জন গোস্বামীর সঙ্গে রাজধানী উত্তরায় বসবাস করতেন। অলক রঞ্জন একটি বায়িং হাউসে চাকরি করতেন। এই দম্পতির দুই ছেলেসন্তান রয়েছে।

ওসি আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। এরপর মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, নিহতের বাবা নিহাররঞ্জন গোস্বামী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে বিউটি গোস্বামীর স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা কার্টন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিনে ঢাকার নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকেও কার্টনবন্দী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে। তদন্ত চলছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য