হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে চালককে হত্যা করে রিকশা ছিনতাইয়ের অভিযোগে তরুণ গ্রেপ্তার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই করার অভিযোগে সোহাগ মৃধা (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই রিকশা বিক্রিতে সহায়তা ও কেনার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শাহজাহান।

পুলিশ সুপার বলেন, গত ১৬ এপ্রিল সদর উপজেলার ঈশান গোপালপুর এলাকার একটি কলার বাগান থেকে আনু মৃধা (৫৫) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে পিয়াস মৃধা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদেরমি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন তথ্য এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকারীকে শনাক্ত করে গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় সোহাগ মৃধাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

সংবাদ সম্মেলনে সোহাগ মৃধার দেওয়া তথ্যের সূত্র জানানো হয়, ঘটনার দিন বেলা দেড়টার দিকে রিকশাচালক আনু মৃধাকে শিবরামপুর স্ট্যান্ড থেকে ৩০ টাকা ভাড়া মিটিয়ে সদরের চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয় তারা। পথে একটি কলার বাগানের কাছে গিয়ে বাগানের মধ্যে তার একটি ঘাসের বস্তা আছে বলে থামতে বলে সোহাগ মৃধা। কিছুক্ষণ পরে ফিরে এসে বস্তা উঠিয়ে দেওয়ার কথা বলে আনু মৃধাকে বাগানের মধ্যে নিয়ে যায়। তারপর পেছন থেকে তাঁর গামছা দিয়েই গলায় ফাঁস দিয়ে তাঁকে হত্যা করে। পরে রিকশাটি নিয়ে পার্শ্ববর্তী জেলা রাজবাড়ীতে গিয়ে রবিউল নামে এক ব্যক্তির মাধ্যমে এটি ১৭ হাজার টাকায় বিক্রি করে। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সোহাগ মৃধার দেওয়া তথ্যে এ ঘটনায় রিকশা বিক্রিতে সাহায্য করা রবিউল ও ক্রেতা আক্কাস আলী শেখকেও গ্রেপ্তার করা হয়। এ সময় আক্কাস আলীর কাছ থেকে ব্যাটারিচালিত রিকশাটি উদ্ধার করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭