হোম > সারা দেশ > ঢাকা

রায় অমান্য করে পুনরায় মাটি কাটার দায়ে ভেকু জব্দ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

বিচারকের রায় অমান্য করে পুনরায় কৃষি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় বিচারকের দেওয়া রায় অমান্য করে পুনরায় কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শিমুলিয়ার বিল-বেলাই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ আজকের পত্রিকাকে বলেন, গত ২০ ফেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা তাসনিম উর্মি শিমুলিয়ার বিল-বেলাই এলাকায় অভিযান পরিচালনা করে কৃষিজমির মাটা কাটা বন্ধ করে দেন।

কিন্তু একটি চক্র পুনরায় ওই জমির রূপ পরিবর্তনের উদ্দেশ্যে মাটি কেটে নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করি। আমাদের যাওয়ার সংবাদ পেয়ে ওই চক্র ভেকু ফেলে পালিয়ে যায়। পরে ভেকুটি জব্দ করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জিম্মায় দেওয়া হয়।

বিচারকের রায় অমান্য করে পুনরায় কৃষি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

অভিযান পরিচালনাকালে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা তাসনিম উর্মি, বেঞ্চ সহকারী মো. আলামিন ও মো. মাহাবুব আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা